দেশের বিভিন্ন আর্থিক খাতে দুর্নীতির নেপথ‌্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রয়েছে

জ‌্যেষ্ঠ প্রতিবেদক : দেশের বিভিন্ন আর্থিক খাতে দুর্নীতির নেপথ‌্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বক্তব‌্য রাখতে গিয়ে তিনি এই দাবি করেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস‌্য বলেন, ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেমন সন্ত্রাস হচ্ছে, তেমনি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যখন দুর্নীতি হয়, তখন তা ছোট সংখ্যায় হয় না। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়।

কুইক রেন্টাল বিদ‌্যুতের নামে কুইক দুর্নীতি হয়েছে আর মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হচ্ছে বলেও এ সময় মন্তব‌্য করেন তিনি।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করে ‘জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’ নামের একটি সংগঠন।

বিএনপির এই নীতি নির্ধারক বলেন, সরকার বাংলাদেশের মানুষের শুধু মালিকানাই কেড়ে নেয়নি, সমস্ত সম্পদও কেড়ে নিয়েছে। ব্যাংকে এখন টাকা নেই। ঋণের মাধ্যমে ব্যাংক খালি করেছে। এটার প্রভাব পড়বে আগামী প্রজন্মের ওপর।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ভবিষ‌্যতে আন্তর্জাতিক দুর্নীতিবাজ সরকারের স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় আছে বলেও মন্তব্য করেন আমির খসরু।

খালেদা জিয়া ‘বিনা অপরাধে গণতন্ত্রের জন্য’ কারাগারে রয়েছেন দাবি করে তিনি বলেন, ‘তাকে (খালেদা জিয়া) বাড়ি হারাতে হয়েছে, আদরের ছেলেকে হারিয়েছেন এই গণতন্ত্রের জন্য। আগামীতে উনি বিশ্বনেতা হবেন। বিশ্ববাসীর কাছে গণতন্ত্রের মাতা হিসেবে পরিচিত হবেন।

আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।