
নিজস্ব প্রতিবেদক : দেশের সার কারখানাগুলোর উৎপাদন বাড়ানোর জন্য নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ প্রয়োজন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবুর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিল্পমন্ত্রী বলেন, ‘দিন দিন দেশীয় সার কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা কমে যাচ্ছে এবং আমদানি নির্ভরতা বাড়ছে, এটা সত্য নয়। তবে বিসিআইসির অধিকাংশ সার কারখানা ২০ থেকে ২৫ বছরের পুরাতন। কারখানাগুলোর আয়ুষ্কাল ইতিমধ্যে শেষ হওযায় এবং সরকারি সিদ্ধান্তে বছরে প্রায় ৭ থেকে ৮ মাস গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বাৎসরিক উৎপাদন কমে যাচ্ছে। তাই সার কারখানাগুলোর উৎপাদন বৃদ্ধির জন্য নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘বিসিআইসির নিয়ন্ত্রণাধীন সার কারখানাগুলোর উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে এডিপির অর্থায়নে যমুন ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে ১৯৮ কোটি টাকা, আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডে ২০০ কোটি টাকা, ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডে ৯৭ কোটি টাকা ও পলাশ ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে ৫৫ কোটি টাকা ব্যয়ে পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এসব কারখানার উৎপাদন অব্যাহত আছে। এ ছাড়া আমদানি নির্ভরতা কমাতে ২ হাজার ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন আরো একটি নতুন ইউরিয়া সার কারখানা স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়েছে।’
মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।