
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বাসিন্দা ২৩ বছর বয়সী নাগরিক আরশাদ খান। পেশায় একজন চা দোকানী। এবার নিজ দেশের সীমানা পেরিয়ে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ক্যাফে খোলার ঘোষণা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টে দেখা যায়, আরশাদ কাপে চা ভর্তি করার মূহুর্তে একটি ছবি তুলেছেন। ছবিতে তার সুন্দর নীল চোখ দুটি ফুটে উঠেছে।
ছবির ক্যাপশনে তিনি চলতি বছরের শেষ দিকে লন্ডনে একটি ক্যাফে খুলবেন। পোস্টের ক্যাপশনে তিনি বলেন, শক্তি এবং উন্নতি আপনার একাগ্রতা থেকে আসে। ইন শা আল্লাহ এই বছরের শেষ দিকে লন্ডনে একটি ক্যাফে খোলা হবে যার নাম রাখা হবে ক্যাফে চায় ওয়ালা।
খালিজ টাইমসের বরাতে জানা যায়, একসময় ইসলামাবাদে চা বিক্রি করতেন আরশাদ। এরপর শহরে একটি রুফটপ ক্যাফে দিয়েছেন তিনি। যার নাম রাখেন ক্যাফে চায় ওয়ালা। মূলত এর শাখা তিনি লন্ডনে খুলতে চাচ্ছেন।
আরশাদ জানান, অনেকেই আমাকে নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। আমার নামে ক্যাফে রাখার কথা বলেছেন। কিন্তু আমি নাম পরিবর্তন করবো না। কারণ আমার পরিচয় আমি একজন চা ওয়ালা।
জানা যায়, আরশাদের ক্যাফেটি পাকিস্তানের বিভিন্ন সাংকৃতিক ও ঐতিহ্যবাহী বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। সেখানে চা ছাড়াও ১৫-২০ পদের খাবার পাওয়া যায়।