‘দেশের সেবা করুন’ কঙ্গনার কাছে রাখির অনুরোধ

ভারতে প্রতিদিনই করোনার নতুন রেকর্ড হচ্ছে। ক্রমেই বেড়ে চলেছে মৃত্যু ও আক্রান্তের হার। করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতের চিকিৎসা ব্যবস্থা।

এঅবস্থায় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের কাছে অনুরোধ রাখলেন রাখি সাওয়ান্ত। হাসপাতালে অক্সিজেন ও বেডের ঘাটতি কারণ সংক্রমণ প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে। আর এই অবস্থা দেখে কঙ্গনাকে অক্সিজেনের ব্যবস্থা করতে বললেন রাখি সাওয়ান্ত।

এক সাক্ষাৎকারে কঙ্গনাকে উদ্দেশ করে রাখি বলেন, ‘কঙ্গনাজি আপনি দেশের সেবা করুন না। এত কোটি কোটি টাকা আপনার। সেগুলো দিয়ে অক্সিজেন কিনে মানুষের মধ্যে ভাগ করে দিন। আমরা তো তাই করছি।’

পাপারাজ্জিদের দেয়া সাক্ষাৎকারের পুরো ভিডিওতে রাখিকে ডাবল মাস্ক এবং স্যানিটাইজার হাতে দেখা গেছে। এ সময় তিনি সবাইকে ডাবল মাস্ক পরারও অনুরোধ করেছেন।