দেশের ১৫ লাখ ১০ হাজার প্রতিবন্ধীদের স্মার্ট কার্ড দেবে সরকার

প্রতিবেদক : ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে দেশের ১৫ লাখ ১০ হাজার প্রতিবন্ধীদের স্মার্ট কার্ড দেবে সরকার।

২০১৭ সালে স্মার্ট কার্ডের বিতরণ কাজ শুরু হবে। শেষ হবে ২০১৮ সালে।

৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জিল্লার রহমান এ তথ্য জানান। এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ উপস্থিত ছিলেন।

আগামী শনিবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের কর্মসূচি তুলে ধরে প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘আগামী শনিবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে মিরপুরে প্রতিবন্ধী মেলা অনুষ্ঠিত হবে। মেলা চলবে সাত দিন। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিবন্ধী মেলার উদ্বোধন ঘোষণা করবেন। এ সময় মেলায় উপস্থিত থেকে ফিতা কাটবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সমাজসেবা অধিদপ্তর সারা দেশে জরিপ চালিয়ে ১৫ লাখ ১০ হাজার প্রতিবন্ধী শনাক্ত করেছে। তাদের শক্তিশালী একটি ডাটাবেজ তৈরি করা হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে এসব প্রতিবন্ধীর সব ধরনের তথ্য ডাটাবেজে পাওয়া যাবে।’

তিনি আরো বলেন, ‘১৯৯৯ সালের গঠিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনেরর উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী মানুষের জন্য একটি প্লাটফর্ম তৈরি করা। সরকারের নানামুখী পদক্ষেপে প্রতিবন্ধীদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। প্রতিবন্ধী শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে রাষ্ট্রীয় সুরক্ষা ব্যাবস্থার আওতায় আনতে জীবনচক্রভিত্তিক কর্ম পরিকল্পনার কাজ এগিয়ে চলেছে।’