দেশের ৬৮টি কারাগারে খুবই কম চিকিৎসক রয়েছেন

নিজস্ব প্রতিবেদক : রোববার কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, ‘দেশে ৬৮টি কারাগার রয়েছে। এর বিপরীতে আমাদের ১১৭ জন চিকিৎসক দরকার। কিন্তু আমাদের আছে মাত্র ছয়জন চিকিৎসক। এ কারণে আমরা চাইলেও কারাগারে অসুস্থ বন্দিদের চিকিৎসা দিতে পারছি না।’

‘আগে ৬৮টি কারাগারে ১০৭ জন চিকিৎসক ছিলেন। এদের মধ্যে ১০১ জন ভালো সুযোগ-সুবিধা পেয়ে বিভিন্ন জায়গায় চাকরি নিয়ে চলে গেছেন। যেসব নার্স আছেন তারাও ভালো সুযোগ-সুবিধা পেয়ে অন্যান্য জায়গায় চলে যাচ্ছেন।’

প্রয়োজনের তুলনায় চিকিৎসক পাচ্ছে না কারা অধিদপ্তর। এজন্য কারাগারে চিকিৎসা দিতে চিকিৎসকদের অনাগ্রহকে দায়ী করছে কারা কর্তৃপক্ষ।

কারা কর্তৃপক্ষ বলছে, তাদের চাহিদার বিপরীতে দেশের ৬৮টি কারাগারে খুবই কম চিকিৎসক রয়েছেন। এ কারণে কারাগারে বন্দিদের চিকিৎসা দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের শুধু চিকিৎসক সংকট নয়, অ্যাম্বুলেন্স সংকটও রয়েছে। সারা দেশে আমাদের মাত্র নয়টি অ্যাম্বুলেন্স রয়েছে।’

কারা মহাপরিদর্শক বলেন, ‘যেসব বিত্তবান কারাগারে আসেন তাদের ব্লাড প্রেসার, ডায়বেটিকস কমন রোগ। কিন্তু আদালত থেকে আমাদের নির্দেশ দেওয়া আছে যে, বন্দিদের সব ধরনের নিরাপত্তা দিতে হবে। এত সীমাবদ্ধতার মধ্যে কী এটা সম্ভব?’

‘যখন বন্দিরা অসুস্থ অনুভব করেন তখন তাৎক্ষণিকভাবে আমাদের হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখানে চিকিৎসকরা যত দিন পর্যন্ত ছাড়পত্র না দেন তত দিন পর্যন্ত রাখতে হয়। আর যদি নিয়ে আসতে হয় তাহলে বন্ড সই দিয়ে নিয়ে আসতে হয়। কিন্তু ঝুঁকি নিয়ে তো আমরা বন্দিদের হাসপাতাল থেকে নিয়ে আসতে পারি না,’ বলেন ইফতেখার উদ্দীন।