নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহজাবিন খালেদ বলেছেন, খরা মৌসুমে পানি আমাদের জন্য বড় একটি সংকট।
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে দাঁড়িয়ে আমরা সবসময়ই সুপেয় পানির সহজলভ্যতার চ্যালেঞ্জের মধ্যে রয়েছি। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমানে আমাদের দেশের ৯৮ ভাগ মানুষ নিরাপদ পানি পাচ্ছে। আর ৬৫ ভাগের বেশি মানুষ নিরাপদ স্যানিটেশন সুবিধা পাচ্ছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘পানি, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক এক উন্মুক্ত বিতর্কে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাহজাবিন খালেদ তার বক্তব্যে বলেন, ‘আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ‘বুদাপেস্ট ওয়াটার সামিট ২০১৬’ -এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করবেন।’
তিনি বলেন, ‘মানবতার জন্য নিরাপদ পানি সমৃদ্ধ বিশ্ব গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ সর্বদাই ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’