দেশে আরও ১৯০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৯০ রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ১৫৪ জন ডেঙ্গু রোগী ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৮৬১ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরীর ৭০৩ জন এবং ঢাকার বাইরের ১৫৮ জন। এ বছর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ২২ হাজার ৬৮৮ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে সুস্থ হয়েছে ২১ হাজার ৭৪১ জন।

চলতি বছর মারা গেছে ৮৭ জন ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে জুলাই থেকে রোগী বাড়তে থাকায় এ পর্যন্ত ৮৭ জনের প্রাণ গেল এইডিস মশাবাহিত এই রোগে।