দেশে একদিনে আরও ৬০ ডেঙ্গু রোগী শনাক্ত

রাজধানীসহ সারা দেশে একদিনে ডেঙ্গুতে নতুন করে ৬০ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ঢাকায় ৫৪ জন ওঢা কার বাইরে ৬ জন শনাক্ত হয়েছে। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ৬০ জন নিয়ে এই মৌসুমে ডেঙ্গুতে এক হাজার ৬৭০ জন আক্রান্ত হয়েছে। ডেঙ্গুতে এ বছর মোট সুস্থ হয়েছেন এক হাজার ৪৪৯ জন। বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৭৬ জন ও ঢাকার বাইরে ৪৪ জন। এ বছর এখন পর্যন্ত একজন ছাড়া আর কোনো মৃত্যু হয়নি।