দেশে একদিনে রেকর্ড ২০৯ করোনা রোগী শনাক্ত

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ২০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগে ১৩ এপ্রিল ১৮২ জন, ১২ এপ্রিল ১৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। সবমিলিয়ে দেশে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো এক হাজার ১২ জনে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তন থেকে ‘করোনা ভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ২০৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১২ জনে দাঁড়িয়েছে। তবে, নতুন করে কেউ সুস্থ হয়নি।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৮০৪ টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৯০৫ টি। অদ্যবধি মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১২৮টি। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৮৩ জনকে হোম কোয়ারান্টিনে নেওয়া হয়েছে। হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫৩০ জন।
দেশের ৬৪ জেলার সব উপজেলা ও জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন প্রস্তুত করা হয়েছে ৪৮৮ টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে তাৎক্ষণিকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন হিসেবে সেবা দেওয়া যাবে ২৬ হাজার ৩৫২ জন।
এদিকে, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ও অনলাইন স্বাস্থ্য বুলেটিনের তথ্যানুযায়ী, দেশে সর্বপ্রথম ৮ মার্চ ভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত করা হয়। এরপর ছয়দিন অর্থ্যাৎ ১৪ মার্চ পর্যন্ত কোনো রোগী শনাক্ত হয়নি। ১৫ মার্চ দুইজন, ১৬ মার্চ তিনজন শনাক্ত হয়। তারপর থেকে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ৮ এপ্রিল‌ ৩১তম দিনে ৫৪ জন, ৯ এপ্রিল ১১২ জন, ১০ এপ্রিল ৯৪ জন, ১১ এপ্রিল ৫৮ জন, ১২ এপ্রিল ১৩৯ জন, ১৩ এপ্রিল ১৮২ জন এবং ১৪ এপিল ২০৯ আক্রান্ত হয়েছেন। দেশে একদিনে এটিই সর্বোচ্চ।