ঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশে এখনো অনেক অসচ্ছল পরিবার রয়েছে। এ সব পরিবারকে স্বাবলম্বী করতে বর্তমান সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই প্রক্রিয়া ইতিমধ্যে গ্রাম পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে।
রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে পল্লী সঞ্চয় ব্যাংক ঝালকাঠি শাখার উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, আমাদের দেশে সমবায় ভিত্তিতে অনেক প্রতিষ্ঠান গড়ে ওঠে। কিন্তু কিছুদিন পর তার অস্তিত্ব থাকে না। তাই সরকারের সরাসরি তদারকিতে পল্লী সঞ্চয় ব্যাংক পরিচালিত হচ্ছে।
ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পল্লী সঞ্চয় ব্যাংক ঝালকাঠির শাখা ব্যবস্থাপক পূর্ণিমা রানী, রাজাপুর শাখা ব্যবস্থাপক মো. আল-আমিন।