স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমাদের দেশে এখন করোনায় মৃত্যু শূন্যের কোঠায়। এটি আমাদের ধরে রাখতে হবে। তাই, সবাইকে সচেতন ও সাবধান হতে হবে।’
রাজধানীর মহাখালীতে জাতীয় নিপসম অডিটোরিয়ামে আজ রোববার জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশ ভারতে আবারও নভেল করোনাভাইরাস সংক্রমণ বেড়ে চলেছে। আমাদের এখানেও বাড়তে পারে। কাজেই আমাদের আরও সতর্ক হতে হবে।’
জাহিদ মালেক আরও বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশে কোনো ধরনের খাদ্যসংকট হয়নি। আমাদের মাথাপিছু আয় সচল আছে। আমরাও সঠিক সময়ে টিকা আনতে পেরেছি। সবাইকে সময়মতো টিকা দিতে পেরেছি।’