দেশে কোনো আইএস নেই বলে আবারও দাবি

সচিবালয় প্রতিবেদক : দেশে কোনো আইএস নেই বলে আবারও দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে মন্ত্রী সাংবাদিকদের কাছে এ দাবি করেন।

তিনি বলেন, বিদেশিরা যতই অভিযোগ করুক না কেন, বাংলাদেশে কোনো আইএস নেই। সম্প্রতি বিভিন্ন অভিযানে যারা ধরা পড়ছেন, তারা দেশীয় সন্ত্রাসী ও জঙ্গি। তাদের আইএসের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

মন্ত্রী বলেন, সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অত্যন্ত সফল হয়েছে। যেকোনো জঙ্গি তৎপরতা মোকাবিলায় আমাদের পুলিশ বাহিনী সক্ষম।

তিনি আরো বলেন, দেশে জঙ্গিবাদ এখনো নির্মূল হয়নি। তবে জঙ্গিবাদী তৎপরতা নিয়ন্ত্রণে আছে। জঙ্গিবাদ নির্মূলে জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা একের পর এক জঙ্গি ঘাটি নির্মূল করছি।