দেশে গত ২৪ ঘণ্টায় ১৭ করোনা রোগী শনাক্ত

সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৭ জনের। এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩৭ হাজার ২৬৭ জন। এই সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সোমবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১৯ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ৭১৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৭২ শতাংশ। এখন পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৪১ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৬২ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।