‘দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও এখনও সমূলে উৎপাটিত হয়নি’

স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও, এখনও সমূলে উৎপাটিত হয়নি। জঙ্গিদের সেই সক্ষমতা আর নেই, তারপরও আমাদের সকল নিরাপত্তা সংস্থা ও বাহিনীগুলো সতর্কাবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ সব জায়গাতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে সন্ত্রাসীদের স্বর্গরাজ্য বা অকার্যকর দেশে পরিণত করার উদ্দেশ্য ছিলো। তবে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দক্ষতার সঙ্গে তা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। এমনকি, জঙ্গিদের অপচেষ্টা রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে।