
দেশে এ পর্যন্ত এক লাখ ৫৭ হাজার ৮৭ জন পুরুষ ও ৬০ হাজার ৯৩৯ জন নারীসহ ২ লাখ ১৮ হাজার ২৬ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। উল্লেখ্য, দেশে এ পর্যন্ত ৫৬ লাখ তিন হাজার ৪৫০ জন মানুষ করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে ৩৪ লাখ ৭৪ হাজার ৮৮০ জন পুরুষ এবং ২১ লাখ ২৮ হাজার ৫৭০ জন নারী রয়েছেন।
এ ছাড়া আজ শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭০ লাখ ১৮ হাজার ১৫০ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারা দেশে ১৯ হাজার ৯৪৩ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১২ হাজার ৩১১ এবং নারী সাত হাজার ৬৩২ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৩৬ হাজার ৭০৩ জন। এর মধ্যে পুরুষ ৯৬ হাজার ৫৫৯ এবং নারী ৪০ হাজার ১৪৪ জন। এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৭ লাখ ৩৩ হাজার ১৭৮ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে আট লাখ ৮০ হাজার ৯৩৫ জন। ঢাকা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৫ হাজার ২৯৪ ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৩৩ হাজার ১১৯ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেওয়া হয়েছিল।
এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেওয়ার ৬০ দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে।
দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনও তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।