দেশে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত সর্বোচ্চ

ডেঙ্গু আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে এ বছর ৯৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা এ বছরে একদিনে সর্বোচ্চ। এর মধ্যে ঢাকায় ৫২৮ জন এবং ঢাকার বাইরে ৩৭২ জন। এনিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৩৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ২২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার ভেতরে ২ হাজার ১৪৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ৯৮৯ জন। হাসপাতাল থেকে এ পর্যন্ত ছাড়া পেয়েছেন ২৩ হাজার ৬১২ জন রোগী।

চলতি বছরে এখন পর্যন্ত ৯৯ জন ডেঙ্গুতে মারা গেছেন। যার মধ্যে চলতি মাসেই মৃত্যু হয়েছে ৩৯ জনের। গত সেপ্টেম্বরে দেশে ৯ হাজার ৯১১ জন আক্রান্তের মধ্যে ৩৪ জন মারা গিয়েছিলেন।