সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময় দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে।
সারা দেশের পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪৮১ জন। ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ৭৫ জন।
সর্বশেষ ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪১৫ জন ঢাকার এবং দেশের অন্যান্য জায়গার ২৩২ জন। ঢাকার হাসপাতালে বর্তমান ভর্তি আছেন এক হাজার ৮১২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৬৬৯ জন।