পাবনা : বাংলাদেশে বর্তমানে দুই কোটিরও বেশি মানুষ কিডনি রোগে ভুগছেন। কিন্তু এই বিপুল সংখ্যক রোগীর তুলনায় কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক হাসপাতাল অত্যন্ত অপ্রতুল। ফলে অনেক রোগী যথাযথ চিকিৎসা না পেয়ে অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। আবার আর্থিক অক্ষমতার কারণেও বহু রোগী চিকিৎসাবঞ্চিত হচ্ছেন।
পাবনায় কিডনি ফাউন্ডেশনের নবম বার্ষিক সভা ও বৈজ্ঞানিক সেমিনারে এসব তথ্য জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে কিডনি রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্ভব।
শুক্রবার বিকেলে পাবনার বনগ্রামে আয়োজিত ওই বৈজ্ঞানিক সেমিনারে চিকিৎসকরা জানান, কিডনি রোগ শুরুর দিকেই শনাক্ত করা গেলে রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এছাড়া ডায়ালসিসের আগেই কিডনি ট্রান্সপ্লান্টেশন করা গেলে রোগীর সুস্থ থাকার সম্ভাবনা ও আয়ু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইন্সটিটিউট পাবনার সভাপতি অধ্যাপক ডা. সাকিব উজ জামান আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি ও দেশবরেণ্য কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন অর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. হারুন অর রশিদ বলেন,
“দেশে কিডনি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। তবে সময়মতো চিকিৎসা ও সচেতনতা বাড়াতে পারলে এই রোগ মোকাবেলা করা সম্ভব।”
বৈজ্ঞানিক সেমিনারে কিডনি চিকিৎসা ও প্রতিস্থাপনের নীতিমালা, চিকিৎসার সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন ডা. আবু সাঈদ, অধ্যাপক ডা. খাজা নাজিমুদ্দিন, অধ্যাপক ডা. এ এইচ এম রওশন এবং কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিনি ফেরদৌস রশিদ। তারা নবীন চিকিৎসকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ইনসেপ্টা ও কিডনি ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে পাবনার প্রায় ৬০ জন নবীন চিকিৎসক ছাড়াও শতাধিক কিডনি রোগী ও তাদের স্বজনরা অংশ নেন। এ সময় কিডনি ট্রান্সপ্লান্ট সচেতনতা, একিউট কিডনি ইনজুরি, ফ্যাটি লিভার ডিজিজ এবং গ্লোমেরুলোনেফ্রাইটিসের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে ধারণা দেওয়া হয়।


