
ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। সম্প্রতি আমেরিকা থেকে দেশে ফিরেছেন তিনি। ফিরেই নতুন সিনেমার খবর জানিয়েছেন এ অভিনেতা। সুনান মুভিজ প্রযোজিত ‘রিভেঞ্জ’ সিনেমায় অভিনয় করবেন মিশা। সিনেমাটি পরিচালনা করবেন মোহাম্মদ ইকবাল।
বুধবার (২৪ মার্চ) রাতে রাজধানী একটি রেস্তোরাঁয় চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেতা।
সিনেমাটি প্রসঙ্গে মিশা বলেন, গত ছয় মাস আমেরিকায় ছিলাম। সেখানে থাকতেই অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। কিন্তু পরিবার, করোনা, ভ্যাকসিন সব মিলিয়ে ব্যাটে-বলে হচ্ছিল না। আর সব সিনেমায় এখন কাজ করতে হবে বিষয়টি এমন না। যে গল্পগুলো ভালো লাগছে সেগুলোই করছি। ‘রিভেঞ্জ’ সিনেমার গল্পটি ভালো লেগেছে তাই এটিতে চুক্তিবদ্ধ হয়েছি।
‘রিভেঞ্জ’ সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করবেন জিয়াউল রোশান। এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে রোশান-মিশাকে। আগামী ২০ এপ্রিল থেকে এ সিনেমার চিত্রায়ণ শুরু হবে।