দেশে বিনিয়োগ কমছে, মব বাড়ছে : রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেন, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।

বিনিয়োগ কমছে, মেধাবীরা বিদেশে পাড়ি জমাচ্ছে, এবং অন্তবর্তী সরকারের দায়িত্বে থাকা কর্মকর্তারা ক্ষমতা উপভোগ করতে গিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, নেপালের মতো দ্রুত নির্বাচন না হওয়ায় বাংলাদেশে টালবাহানা দেখা যাচ্ছে। অন্তবর্তী সরকারের কর্মকর্তারা দায়িত্বের জায়গায় কার্যকর কাজ না করে প্রাপ্ত ক্ষমতা ভোগ করছে। রুমিন ফারহানা সতর্ক করেছেন, মব ও নিরাপত্তাহীনতার কারণে বিনিয়োগের পরিবেশ দূর্বল হচ্ছে, দেশ থেকে মেধাবী জনশক্তি চলে যাচ্ছে এবং দেশের ভবিষ্যৎ ঝুঁকির মুখে রয়েছে।