
দেশে বর্তমানে রাজনীতির দুর্ভিক্ষ চলছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘আমাদের দেশে এই মুহূর্তে মব সংস্কৃতি, মব সন্ত্রাস নামে যা কিছু হচ্ছে, এটি মূলত রাজনীতির দুর্ভিক্ষের কারণে। রাজনৈতিক দলগুলো সবসময় একটি সমাজের কর্তৃত্ব বজায় রাখে।
তবে রাজনৈতিক দল যদি সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রের ভারসাম্য রক্ষা করে তখন এই ভারসাম্যটা থাকে না এবং কোনো রাজনৈতিক দল যখন রাষ্ট্র ক্ষমতাতে এসে স্বৈরাচারী আচরণ করে তখন তাদের মধ্য থেকে হিটলার তৈরি হয়।রনি বলেন, ‘শেখ হাসিনার ১৫ বছরের যে কর্তৃত্ববাদী শাসন, সেই শাসনে দেশের যেসব রাজনৈতিক দলগুলো ছিল এটা নিঃসন্দেহে ভেঙে গিয়েছে। যারা রাজনৈতিক প্রতিপক্ষ ছিল জামায়াত-বিএনপি; এই দলগুলো বিশেষ করে এই দুটো দল এবং একই সঙ্গে শেখ হাসিনার সঙ্গে যারা ছিলেন জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি— এই দলগুলো তাদের ব্যক্তিত্ব হারিয়েছিল এবং অতিমাত্রায় ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছিল এবং অতিমাত্রায় সরকার নির্ভর হয়ে পড়েছিল। ফলে রাজনীতির ময়দানে যে কলরব থাকা দরকার সেটি ছিল না।’
‘এর পরিণতিতে এখন রাজনীতিতে যে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে, সেই দুর্ভিক্ষের কারণে সব রাজনৈতিক দলগুলো রীতিমতো দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ঘোরাফেরা করছে।আজকের দিনের যে বাস্তবতা সেখানে প্রধান তিনটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং চার নম্বর রাজনৈতিক দল হলো জামায়াত। আর এনসিপিকে যদি আপনি রাজনৈতিক দল হিসেবে ধরেন আপনারা হয়তো ধরতে পারেন, কিন্তু ভোটের রাজনীতিতে তারা এখনো কোনো নম্বরের মধ্যে পড়েনি। তাদের অবস্থান ধরুন গণ-অধিকারের নুরুল হক নুরুর যে অবস্থান কিংবা ববি হাজ্জাজ কিংবা জুনায়েদ সাকি এই পার্টিগুলোর মতো।’
‘এমনকি বাসদ কিংবা সিপিবি এই পর্যায়েও এনসিপি এখন পর্যন্ত যেতে পারেনি।কিন্তু রাজনীতির দুর্ভিক্ষের কারণে আমরা কী মনে করছি? আমরা জামায়াতকে ফুলিয়ে ফাঁপিয়ে একেবারে বিএনপি এবং আওয়ামী লীগের চাইতেও কয়েক গুণ বড় করে ফেলেছি। আর এনসিপিকে ফুলিয়ে ফাঁপিয়ে জামায়াত বড় না এনসিপি বড়, এটা নিয়ে আমরা প্রশ্ন করছি। এই মানসিকতার কারণে আমরা রাজনীতির কোনো সুষ্ঠু সমাধান দেখতে পাচ্ছি না। রাজনীতি কোন দিকে যাবে এবং কোন পরিণতিতে গিয়ে শেষ হবে এটা কিন্তু আমরা বুঝতে পারছি না।’