শাওমি বাংলাদেশে ফোন তৈরি শুরু করেছে। গাজীপুরে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডিং এর আওতায় সরাসরি ১০ মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ (এফডিআই) দিয়ে কারখানা স্থাপন করা হয়েছে। বার্ষিক ৩ মিলিয়ন ইউনিট ক্ষমতা সম্পন্ন কারখানা এটি।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার কারখানাটি ভার্চুয়ালি উদ্বোধন করেন। তিনি বলেছেন, ১৪টি মোবাইল কারখানা দেশের মোট চাহিদার ৬৫ শতাংশ বেশি পূরণ করছে।
বাংলাদেশে শাওমির তৈরি স্মার্টফোনগুলো দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করা হবে বলে তিনি দৃঢ় আশা ব্যক্ত করেছেন।
মুস্তাফা জব্বার আরও বলেছেন, সরকার গৃহীত বিনিয়োগ-বান্ধব পরিবেশের পাশাপাশি আমাদের মেধাবী তরুণরাও বিশ্বের সেরা ব্র্যান্ডের মোবাইল উৎপাদন কারখানা স্থাপনের জন্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে।
তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশে শাওমির উৎপাদন কারখানা স্থাপনের জন্য প্রশংসা করেছেন।
তিনি বলেছেন, এটি একটি দুর্দান্ত উদ্যোগ। আমি বিশ্বাস করি যে এখন থেকে দেশের মানুষ প্রতিযোগিতামূলক মূল্যে শাওমির সর্বশেষ পণ্য উপভোগ করতে পারবে।