
দেশে সংঘাতের উস্কানি দিচ্ছে বিএনপি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ আক্রমণ করবে না তবে আক্রমণের উস্কানি দিলে সমুচিত জবাব দেয়া হবে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, রাস্তা বন্ধ করে জনগণকে কষ্ট দিয়ে সমাবেশ আর করতে দেয়া হবে না। আওয়ামী লীগও করবে না। সমাবেশের নামে সংঘাতে জড়িয়েছে বিএনপি। আর জঙ্গিদের মাঠে নামিয়ে পুলিশের ওপর হামলা করেছে তারা।
তিনি বলেন, মিডিয়ার একটা অংশ তাদের পক্ষ নিচ্ছে, গতকাল নয়াপল্টনে লাশ ফেলার দুরভিসন্ধি কার্যকর করেছে বিএনপি।
দেশের সব পাড়া মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে আজ থেকে সতর্ক পাহারায় থাকবে দলের নেতাকর্মীরা বলে জানান তিনি।