দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু

করোনায় দেশে আরও ২৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ধরে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে। সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৯ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৪৩৬ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ১৮ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৬ হাজার ৮৮৪ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (৭ মার্চ) সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৪ কোটি ৬৬ লাখ ১১ হাজার ৪৯৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ১৯ হাজার ৪৩৪ জনে। আর সুস্থ হয়েছেন ৩৭ কোটি ৯৬ লাখ ২৯ হাজার ১৭৩ জন। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৫৮ হাজার ১৫২ জন। এ সময়ে মারা গেছেন আরও ৪ হাজার ১২০ জন।