দেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগ চালু করেছে মাস্টার অব অ্যাকাউন্টেন্সি ইন ট্যাক্সেশন কোর্স।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাস্টার অব অ্যাকাউন্টেন্সি ইন ট্যাক্সেশন কোর্সের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান। যৌথভাবে সংবাদ সম্মেলনটি আয়োজন করে এআইএস বিভাগ এবং সিএমজেএফ।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, দেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়েছে। তবে সেভাবে দক্ষ জনবল বাড়েনি। বিদেশ থেকে লোকজন এসে এদেশে উচ্চ বেতনে চাকরি করছে। দেশ থেকে বিপুল পরিমাণ টাকা বিদেশে চলে যাচ্ছে। অন্যদিকে দক্ষতার অভাবে বিশাল জনগোষ্ঠী বেকার থাকছে। এই ঘাটতি পূরণ করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব অ্যাকাউন্টেন্সি ইন ট্যাক্সেশন কোর্স চালু করছে।

এই কোর্স সম্পন্ন করার মাধ্যমে অডিটিং, ট্যাক্সেশন, ব্যাংক ম্যানেজমেন্ট, কনসালটেন্সি ইত্যাদি ক্ষেত্রে দক্ষতা বাড়বে এবং কোর্সটি সম্পন্ন করতে শিক্ষার্থীদের ২ লাখ ৫০ হাজার টাকার মতো খরচ হবে বলেও জানান ড. মিজানুর রহমান।

দুই বছর মেয়াদি এই কোর্সে ভর্তি হতে প্রার্থীদের অ্যাকাউন্টিং, ব্যবসায় শিক্ষা, আইন অথবা অর্থনীতিতে ব্যাচেলর ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো শিক্ষা জীবনে সিজিপিএ ২.৫০ এর কম অথবা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, বছরে দুবার এ কোর্সে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। প্রার্থীদের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় পয়েন্ট থাকবে ৭০। ব্যাচেলর ডিগ্রি ও মৌখিক পরীক্ষার ওপর ২০ পয়েন্ট থাকবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অধিক অভিজ্ঞতা থাকলে তারা ১০ পয়েন্ট পাবেন।

ড. মিজানুর রহমান আরো বলেন, ২ বছরে একজন শিক্ষার্থীকে ১৪ কোর্স সম্পন্ন করতে হবে এর মধ্যে আটটি কোর্স বাধ্যতামূলক আর বাকি ৬টি কোর্স শিক্ষার্থীদের পছন্দ মত কোর্স থেকে করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আবেদন ফরম আগামী ২৭ জুলাই পর্যন্ত সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ আগস্ট সকাল ১১টায়।

সিএমজেএফ সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্যে এ ধরনের কোর্স জরুরি।

আগ্রহীরা বিস্তারিত তথ্য ও ভর্তির আবেদন ফরম পেতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে যোগাযোগ করতে পারেন-প্রোগ্রাম অফিস, কক্ষ নম্বর ৩০০৩, এমবিএভবন, বিজনেস স্টাডিজ অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। শুক্রবার অফিস খোলা থাকবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বলেও জানান হয় সংবাদ সম্মেলনে।

এ সময় আরো উপস্থিত ছিলেন-অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল হাকিম, অধ্যাপক ড. হামিদ উল্লাহ ভূইয়া, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু ও অর্থ সম্পাদক মনির হোসেন প্রমুখ।