দেশ এগিয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। অনেক দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করে।

তিনি বলেন, ১৯৭২-৭৩ সালে দেশের রপ্তানি ছিল ৪৮ মিলিয়ন ডলার। ২০১৫-১৬ সালে ৩৪ দশমিক ২৬ বিলিয়ন ডলার। দেশের অর্থনৈতিক অগ্রগতি কেউ ঠেকাতে পারবে না।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এক সময় জিডিপিতে কৃষির অবদান ছিল ৭০ শতাংশ। এখন ১৫ শতাংশ। এক সময় আমাদের খাদ্যের অভাব ছিল। খাদ্য আমদানি করতে হতো। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ২০১৬-১৭ অর্থবছর শেষে আমাদের মোট রপ্তানি হবে ৩৭ বিলিয়ন ডলার। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্য আয়ের দেশে রূপান্তরিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, জিডিপিতে তৈরি পোশাক খাতের অবদান ৮১ শতাংশ। আমরা পণ্যের বহুমুখীকরণ চাই। চামড়া, পাটসহ অন্যান্য রপ্তানি খাতে যেমন নগদ সহায়তা দেওয়ার পাশাপাশি আইসিটি খাতেও সহায়তা দেওয়া হবে। আগামী ২০২১ সালের মধ্যে আইসিটি খাত থেকে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানির পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বাণিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেবেন। তার এ ঘোষণা বাংলাদেশের জন্য ভালো হয়েছে।

এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবু দারদা জুবায়ের, সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, যুগ্ম সম্পাদক তোফাজ্জেল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিলানী মিল্টন প্রমুখ ছিলেন।