দৈনিক ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

দৈনিক ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

ডেস্ক রিপোর্ট : দৈনিক ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৬৪ বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স, টেলিকমিউনিকেশন ও অটোমোবাইল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

শনিবার দুপুর ১২টায় দৈনিক ইত্তেফাকের নিজস্ব কার্যালয়ে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেনের হাতে ওয়ালটনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদকের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন ওয়ালটনের নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) মো. হুমায়ুন কবির ও সিনিয়র ডেপুটি ডিরেক্টর (পিআর অ্যান্ড মিডিয়া) রবিউল আলম ভূইয়া।