দৌলতপুরে থেকে ফিরে আল-আমীন ॥ দৌলতপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসীদের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া জেলা ইউনিটের উদ্যোগে ত্রানের চাল ও ডাল বিতরন করা হয়েছে। গতকাল রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দৌলতপুরের সাধারণ মানুষের দূর্দিনের বন্ধু এ্যাড. শরীফ উদ্দিন রিমন’র সার্বিক ব্যবস্থাপনায় শতশত দুস্থ অসহায় বানভাসীদের মধ্যে ত্রান বিতরন করা হয়। ত্রান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া জেলা ইউনিটের সেক্রেটারী ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুরের কৃত্বি সন্তান, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জজ কোর্টের স্পেশাল পিপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া জেলা ইউনিটের আজীবন সদস্য এ্যাড. শরীফ উদ্দিন রিমন ও রামকৃষ্ণপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজুল ইসলাম। এছাড়াও ত্রান বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য সাজেদা হোসেন ও আব্দুল লতিফ, রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক রেজাউল করিম (বিএসসি),মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মাষ্টার, আওয়ামীলীগ নেতা শরীফুল ইসলাম,গোলাম জাকারিয়া যুবলীগ নেতা মীর্জা আলম রিগ্যান, ছাত্রলীগ নেতা মোমেনুর রহমান মহন, চ ল,ইসতিয়াক হোসেন,সনি,জুলফিকার আলী সুমন,শাহীন,শাওন প্রমুখ।