আল-আমীন, ॥ দৌলতপুরে নৌকার ধাক্কায় পানিতে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে । নিহত মহিলার নাম তানজিলা (৩২) ও উদ্ধার হওয়া শিশুর নাম তানজির আহম্মেদ (৩) । উদ্ধার হওয়া শিশুটি ঐ মহিলার সন্তান বলে প্রাথমিকভাবে জানা গেছে । প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ মোলা মোহাম্মদ খোবির আহম্মেদ জানান, গতকাল সন্ধ্যায় চিলমারী থেকে ছেড়ে আসা নৌকা ও আবেদের ঘাট থেকে ছেড়ে যাওয়া নৌকা ঘাটে পৌছানোর সময় মুখোমুখি ধাক্কায় এই দূর্ঘটনা ঘটে । পানিতে পড়ে যাওয়ার সময় বাচ্ছাটি তার মায়ের কোলে ছিল । স্থানীয় লোকজন বাচ্ছাটি উদ্ধার করতে পারলেও ঐ মহিলা নদীর পানিতে তলিয়ে যায় । বেশ কিছুক্ষন ধরে চেষ্টার পর ঐ মহিলাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত তানজিলার বাড়ি নাটোর জেলার লালপুর থানার বিলমাড়িয়া, নওশারা সুলতানপুর চর এলাকার কাতার প্রবাসী জালেপের স্ত্রী বলে বলে জানা গেছে। ওসি আরও জানান, মৃত তানজিলার পরিবারের সাথে যোগযোগ করার চেষ্টা করা হচ্ছে ।