বাধ নির্মাণে সরকারী অর্থের কোনরকম তছরুপ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
——আজগর আলী
দৌলতপুরে থেকে ফিরে আল-আমীন ॥ বাধ নির্মাণে সরকারী অর্থের কোনরকম তছরুপ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী করলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা বীর মুক্তিযোদ্ধা আজগর আলী । গতকাল দৌলতপুর উপজেলার ফিলিপনগর ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন কালে এই মন্তব্য করেন । তিনি আরও বলেন জননেত্রী শেখ হাসিনা প্রান্তিক ও দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের নিরাপত্তার জন্য সারা দেশব্যাপী যে উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছেন সেটার অংশ হিসেবে দৌলতপুরের পদ্মার তীরবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা, বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠান নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষায় ১২০ কোটির টাকা বরাদ্দ দিয়েছেন । কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল কাজের সিংহভাগ এখনও অসমাপ্ত রয়েছে । এই এলাকার মানুষের অবস্থা দেখে আমি অত্যন্ত মর্মাহত । বাড়িঘর শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে । যাদের জন্য যে উদ্দেশ্যে এই কর্মপরিকল্পনা হাতে নেওয়া বাস্তবিক অর্থে বরাদ্ধকৃত সেই কাজ হয়নি । আমি দ্রুত এই কাজ শেষ করে অসহায় মানুষ গুলোকে রক্ষা ও এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য সরকারী বেসরকারী প্রতিষ্ঠান রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানাচ্ছি । দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন জানান, ফিলিপ নগর আমার এলাকা । এই ফিলিপনগরের অনেক গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান আজ নদীগর্ভে বিলীন হতে বসেছে । পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বারবার অনুরোধ করা সত্বেও তারা কাজ সঠিক সময়ে শেষ করতে পারেনি । আমি ব্যক্তিগত ভাবে ভাঙ্গনে প্রতিরোধে এলাকাবাসীর সহযোগিতায় সামন্য চেষ্টা করলেও অনেক গুরুত্বপূর্ন স্থাপনাসহ আমাদের পূর্বপুরুষদের বসতভিটা আজ নদী গর্ভে বিলীন হতে বসেছে । আমি অনুরোধ জানাচ্ছি এই অসহায় মানুষ গুলোকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ড দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহন করবে । ভাঙ্গন পরিদর্শনে বিভিন্ন পত্রিকা,টেলিভিশনের সাংবাদিকদের সাথে আরও উপস্থিত ছিলেন দৌলতপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জজ কোর্টের স্পেশাল পিপি এ্যাড. শরীফ উদ্দিন রিমন ফিলিপরগর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান একেএম ফজলুল হক কবিরাজ,পিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, অধ্যাপক হারুন অর রশিদ, সাবেক অধ্যক্ষ মতিউর রহমান, অধ্যাপক সরোয়ার হোসেন,সামসুল আলম,ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক তৌহিদ সরোয়ার , পিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক রাকিবুল ইসলাম,ইসলাম পুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তসলিম উদ্দিন ও জাহিদুল ইসলাম,জমির মেম্বর,আব্দুল মেম্বর,মুকুল ,হাসেম মেম্বর ,আনারুল, যুবলীগ নেতা মীর্জা আলম রিগ্যান, ছাত্রলীগ নেতা মোমেনুর রহমান মহন, চ ল,ইসতিয়াক হোসেন,সনি,জুলফিকার আলী সুমন,শাহীন,শাওন প্রমুখ।