দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন গায়ক বাবুল

দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন গায়ক তথা বিজেপি প্রার্থীর বাবুল সুপ্রিয়। তিনি নিজেই টুইট করে জানান, সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন তিনি।

বাবুল লিখেছেন- আমি এবং আমার স্ত্রী উভয়েই করোনা পজিটিভ হয়েছি। আমি দ্বিতীয়বারের জন্য করোনা আক্রান্ত হলাম।

বাবুল সুপ্রিয় করোনা সংক্রমিত হওয়ার পর জানান, দুঃখের বিষয় এই যে, আমি আসানসলে ভোটে উপস্থিত থাকতে পারব না। আমার ২৬ এপ্রিলের ভোটে আসানসোলে থাকার দরকার ছিল। কিন্তু তা হচ্ছে না। তৃণমূলের গুন্ডাবাহিনী সুষ্ঠু নির্বাচন ব্যাহত করতে পারে। হিংসা ছড়ানোর সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে তৃণমূল, তা আটকাতে হবে।