ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আগামীকাল ভোরে মাঠে নামছে বাংলাদেশ দল।
প্রথম ম্যাচে ৭৭রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া মাশরাফি বাহিনী। তবে তার আগে বড় একটা ধাক্কা খেলো টাইগাররা। ইনজুরির কারণে খেলতে পারছেন না মুশফিকুর রহিম। তার পরিবর্তে খেরতে পারেন উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
এর আগে সোমবার প্রথম ওয়ানডেতে রান নেওয়ার সময় ডাইভ দিয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন মুশফিকুর রহিম। ৪৮ ঘন্টা পর তার স্ক্যান করার কথা থাকলেও অবস্থার একটু উন্নতি না হওয়ায় স্ক্যান করা হয়নি। বৃহস্পতিবার মুশফিকের স্ক্যান করা হতে পারে।


