দ্বিতীয় বিয়ের খবরে নিশ্চুপ মাহি

সিনে পর্দা নয়, আলোচনায় ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির ব্যক্তিগত জীবন। অন্তর্জালে জোর গুঞ্জন, ফের বিয়ের পিঁড়িতে বসেছেন এ চিত্রনায়িকা। সেই গুঞ্জনে ঘি ঢালছে রাকিব সরকার নামের গাড়ি ব্যবসায়ী এবং গাজীপুরের রাজনীতিকের সঙ্গে মাহির বেশ কিছু ছবি ও মন্তব্য।

আলোচনার শুরু চলতি বছরের জুনে। বিচ্ছেদের খবর জানানোর কয়েক দিন পরেই ১১ জুন রাতে মেহেদিরাঙা হাতে লাল কাতান শাড়িতে মাহি ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন জুড়ে সামাজিক পাতায় ছবি আপলোড করেন। সে সময় গণমাধ্যমে দ্বিতীয় বিয়ের খবর প্রকাশিত হলে মাহির ভাষ্য ছিল এমন, ‘এ সব গুঞ্জন। রাকিব ও আমি ভালো বন্ধু। আমাদের একটা সার্কেল তৈরি হয়েছে। আরেকটা অনুরোধ, এসব বাজে কথা বা গুঞ্জন ছড়াবেন না। আমি ও আমার বন্ধুরা এতে খুব বিব্রত হই।’

সম্প্রতি মাহি ফেসবুকে জানান, ১৩ সেপ্টেম্বর ভক্ত ও দর্শককে সারপ্রাইজ দেবেন। সেই সারপ্রাইজ কী, সেই আলোচনায় উঠে আসে রাকিব সরকারের সঙ্গে বেশ কিছু ছবি ও বিয়ে প্রসঙ্গ। দেশের একাধিক গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে বিয়ের খবর দিয়ে মাহি সারপ্রাইজ দিচ্ছেন কি না, তা নিয়ে।

এদিকে, যাঁকে ঘিরে মাহিকে নিয়ে বিয়ের গুঞ্জন, সেই রাকিব সরকারের ফেসবুক আইডি ঘুরে মাহির সঙ্গে একাধিক ছবি দেখা গেছে।