দ্বিপক্ষীয় বৈঠকে সাক্ষাৎ শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর

বিশেষ প্রতিবেদকঃ জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।
ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩ অক্টোবর ভারত সফরে যাবেন। ৩-৪ অক্টোবরের ওই সরকারি সফরে তিনি সেখানে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন।

‘৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। তবে এর আগে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে।’
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা তাদের সমস্যা। এটা বাংলাদেশের কোনো সমস্যা নয়। তবে আমরা এ নিয়ে সতর্ক রয়েছি।
উল্লেখ্য, জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২০ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।