দ্বৈত ভূমিকায় অভিনয় করতে চলেছেন শ্রদ্ধা কাপুর

বর্তমানে বলিউডে অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। আরও একটা নতুন ছবি যোগ হতে যাচ্ছে শ্রদ্ধার ঝুলিতে। এই প্রথম দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন তিনি। ছবির নাম ‘চালবাজ ইন লন্ডন’।

সিনেমাটি ১৯৮৯ সালের শ্রীদেবী, সানি দেওল এবং রজনীকান্তের সিনেমা ‘চালবাজ’ এর আদলে নির্মান করা হচ্ছে।

এবার সামনে এলো আরও একটি নতুন খবর। এ সিনেমায় একাই দুটি চরিত্র করবেন শ্রদ্ধা। ‘চালবাজ ইন লন্ডন’ সিনেমাটি পরিচালনা করছেন পঙ্কজ প্রসার।

নতুন সিনেমায় নাম লেখানোর ব্যাপারে ভারতের এক সাক্ষাৎকারে আলাপকালে শ্রদ্ধা জানান, ‘চালবাজ ইন লন্ডনে অভিনয় করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। এই প্রথম কোনো সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করবো। সবমিলিয়ে নতুন একটি চ্যালেঞ্জ মনে হচ্ছে। প্রযোজক ভুষণ কুমারকে অশেষ ধন্যবাদ। আর এটা সত্যিই অসাধারণ পংকজ স্যারের মতো গুণী পরিচালকের সাথে কাজ করার সুযোগ পেয়েছি।’