
আরব ধর্মীয় সম্প্রদায় দ্রুজরা বর্তমানে জটিল রাজনৈতিক ও সামরিক খেলায় আটকে পড়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে দ্রুজ-অধ্যুষিত সুয়েইদা প্রদেশে সাম্প্রতিক সহিংসতা এবং তাতে ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপ এক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ইসরায়েল কি সত্যিই মধ্যপ্রাচ্যের অন্যতম সংখ্যালঘু দ্রুজদের রক্ষা করতে চায়, না কি এই সহানুভূতির আড়ালে লুকিয়ে আছে বৃহত্তর ভূখণ্ড দখলের এক নীরব কৌশল?
গত সপ্তাহে সুয়েইদায় দ্রুজ মিলিশিয়া এবং বেদুইন উপজাতিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারান অন্তত ৩০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরীয় সরকার সেনা পাঠালে পাল্টা সংঘাতে আরও ১৮ সেনাসদস্য নিহত হন। ইসরায়েল এ ঘটনার পর সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে ভয়াবহ বিমান হামলা চালায় এবং যুক্তি দেখায়, দ্রুজদের ‘সুরক্ষার স্বার্থে’ এই পদক্ষেপ নিয়েছে। এদিকে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই আক্রমণকে ‘সার্বভৌমত্ব লঙ্ঘনের জঘন্য নজির’ হিসেবে বর্ণনা করেছে।
ইসরায়েল সরকার দ্রুজদের সঙ্গে তাদের ঐতিহাসিক সম্পর্ক এবং রাষ্ট্রের ভেতরে বসবাসকারী প্রায় এক লাখ ৩০ হাজার দ্রুজ নাগরিকের কথা বলে এ হামলাকে ন্যায্যতা দেয়ার চেষ্টা করেছে। তবে বিশ্লেষকদের মতে, এটা ইসরায়েলের একটি কৌশলগত হামলা, যার মূল লক্ষ্য হল সিরিয়ার দক্ষিণাঞ্চলে একপ্রকার ‘বাফার জোন’ তৈরি করা-যা ভবিষ্যতে ইসরায়েলি আগ্রাসনের টার্গেট হতে পারে।
দ্রুজ আসলে কারা: দ্রুজরা একটি বিশেষ আরব ধর্মীয় গোষ্ঠী, যাদের মোট সংখ্যা আনুমানিক ১০ লাখ। এদের ধর্ম ও ইতিহাস ঘিরে দীর্ঘকাল ধরে নানা মতবিরোধ ও গবেষণা চলছে। এই সম্প্রদায়ের মানুষ প্রধানত সিরিয়া, লেবানন এবং ইসরায়েলের পাহাড়ি অঞ্চলে বসবাস করে।
বিভিন্ন গবেষণায় জানা যায়, দ্রুজদের পূর্বপুরুষেরা উত্তর-পূর্ব তুরস্ক, দক্ষিণ-পশ্চিম আর্মেনিয়া এবং উত্তর ইরাকের সীমান্ত এলাকায় বসবাস করতেন।
এই ধর্মীয় গোষ্ঠীর যাত্রা শুরু ৯৮৬ খ্রিষ্টাব্দে মিশরে, ইসলামি মতবাদের একটি শাখা হিসেবে। সে সময়ের শাসক আল-হাকিম বিআমর এই ধর্ম গ্রহণ করেন। তবে তার মৃত্যু বা অন্তর্ধানের পর মিশরে দ্রুজ ধর্ম নিষিদ্ধ হয়ে যায়। যদিও তার আগেই ধর্মটি লেভান্ত অঞ্চলে-যেমন সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল ও জর্ডান-ছড়িয়ে পড়ে।
দ্রুজদের বীর ও পাহাড়ি যোদ্ধা হিসেবে প্রথম তুলে ধরেন দ্বাদশ শতাব্দীর ইহুদি পর্যটক বেঞ্জামিন অব তুদেলা। তিনি উল্লেখ করেন, দ্রুজরা ইহুদিদের প্রতি সহানুভূতিশীল ছিল। দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হওয়ায় তারা বাইরের ধর্মাবলম্বীদের সঙ্গে বিবাহ বন্ধন নিষিদ্ধ করে এবং ধর্মান্তরের পথও বন্ধ করে দেয়।
১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের সময় ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয়। বর্তমানে সেখানে প্রায় ২০ হাজার দ্রুজ বাস করে। তাদের অধিকাংশই নিজেদের সিরীয় হিসেবে পরিচয় দিতেই গর্ববোধ করেন এবং ইসরায়েলি নাগরিকত্ব নিতে অস্বীকৃতি জানায়।
সিরিয়ার নয়া সরকার- দ্রুজ উত্তেজনা: ২০২৪ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর আহমেদ আল-শারআ সিরিয়ার নতুন প্রেসিডেন্ট হন। তিনি সব ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়ের মধ্যে সমন্বয়ের অঙ্গীকার করলেও, তার ইসলামপন্থি মিত্রদের কারণে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে-বিশেষ করে দ্রুজদের মধ্যে।
২০২৫ সালের মার্চ মাসে লাতাকিয়া অঞ্চলে আলাউই সম্প্রদায়ের ওপর সরকারি বাহিনীর দমন-পীড়নে শত শত মানুষ নিহত হন। তার পরের মাসে, এপ্রিলেও সরকারপন্থি বাহিনী ও দ্রুজ মিলিশিয়াদের সংঘর্ষে শতাধিক প্রাণহানি ঘটে।
বর্তমানে সিরিয়ার অন্যতম বড় সংকট হলো দ্রুজদের নিজস্ব অস্ত্রধারী বাহিনী বিলুপ্ত না হওয়া। প্রেসিডেন্ট শারআ জাতীয় সেনাবাহিনীর অধীনে সব মিলিশিয়াকে একীভূত করতে চাইলেও দ্রুজ সম্প্রদায় তা মানতে নারাজ। তাদের অভিযোগ, সরকারের গুরুত্বপূর্ণ পদে দ্রুজদের প্রতিনিধিত্ব খুবই সীমিত এবং তাদের অনেক প্রবীণ নেতাকে সরকার থেকে সরিয়ে দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ড. রিমা হালাবি বলেন, ‘ইসরায়েল দ্রুজদের ‘রক্ষাকর্তা’ সেজে তাদের প্রদেশে হস্তক্ষেপ করে একটি নিরস্ত্রীকরণ অঞ্চল গড়ে তোলার অপচেষ্টা করছে, যা একসময় দখলকৃত গোলান মালভূমির মতোই পুরোপুরি তেলআবিবের নিয়ন্ত্রণে চলে যেতে পারে।’
ইতোমধ্যে ইসরায়েল দক্ষিণ সিরিয়ার একটি অংশকে ‘নিরস্ত্রীকরণ অঞ্চল’ বলে ঘোষণা করেছে। বিশ্লেষকদের মতে, এ অঞ্চল মূলত একটি সম্ভাব্য ‘গ্রে জোন’ বা আদর্শ ভবিষ্যৎ দখল এলাকা-যেখানে সিরিয়ার সার্বভৌম ক্ষমতা কার্যত আর নেই, কিন্তু ইসরায়েল সরাসরি একে নিজেদের অন্তর্ভুক্তিও ঘোষণা করেনি।
মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ইউসুফ গাসান বলেন, ‘এটা জায়নবাদী প্রকল্পের একটি পরিচিত ধারা-প্রথমে নিরাপত্তার নামে হস্তক্ষেপ, পরে ভূখণ্ড ‘রক্ষার’ নামে নিয়ন্ত্রণ।’
আরবের বাসিন্দা দ্রুজরা ঐতিহাসিকভাবে সাহসী ও বিচ্ছিন্নতাবাদী হিসেবে পরিচিত। তবে ইসরায়েলি নাগরিকত্ব নিতে তারা বরাবরই অনাগ্রহী ছিলেন, বিশেষত গোলান মালভূমিতে বসবাসরত প্রায় ২০ হাজার সিরীয় দ্রুজ।
বর্তমানে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারআর নেতৃত্বে ইসলামপন্থি প্রভাবশালী গোষ্ঠীর উত্থান এবং জাতীয় মিলিশিয়াকে একীভূত করার পরিকল্পনা দ্রুজদের আরও কোণঠাসা করে তুলেছে।
গণঅভ্যুত্থান বিশেষজ্ঞ ড. মাজিদ আল-আসওয়াদ বলেন,‘সিরীয় সরকারি বাহিনীর প্রতি দ্রুজদের অবিশ্বাস এবং ইসরায়েলের ‘ভ্রাতৃত্ব’-এই দুইয়ের মাঝে তারা কৌশলগতভাবে আটকে পড়েছে। উভয়পক্ষই তাদের ব্যবহার করছে নিজেদের স্বার্থে।’
জাতিসংঘ, ওআইসি কিংবা আরব লীগ থেকে এ নিয়ে তেমন জোরালো বিবৃতি না আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত হস্তক্ষেপ না করে, তাহলে ইসরায়েল সুয়েইদাকে একরকমভাবে দখল ছাড়াই পূর্ণ নিয়ন্ত্রণের দিকে এগিয়ে যেতে পারে।
তেলআবিব বিশ্ববিদ্যালয়ের ভূরাজনীতি গবেষক ইলান বারাক বলেন, ‘জায়নবাদী দৃষ্টিভঙ্গিতে দ্রুজদের ভূখণ্ড কৌশলগত ভূরাজনীতির বিবেচনায় একটি হীরকখণ্ড। যে কেউ যদি ভ্রাতৃত্বের মুখোশের আড়ালে হীন উদ্দেশ্য খোঁজে, সে এই পরিকল্পনা সহজেই বুঝতে পারবে।’
সুয়েইদায় ইসরায়েলের হস্তক্ষেপ এখন শুধুই সামরিক বিষয় নয়-এটি সিরিয়ার অখণ্ডতা, দ্রুজদের অস্তিত্ব ও মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত। বাস্তবতা হলো, ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ অঞ্চলটিকে আরও বিচ্ছিন্ন করে তুলছে এবং দ্রুজদের সামনে রেখে হয়তো একটি ‘নতুন গোলান’ সৃষ্টি করা হচ্ছে-যা ভবিষ্যতে বৃহত্তর ইসরায়েলের মানচিত্রে জায়গা পেতে পারে।