দ্রুত ফিরে আসবে বরিশাল

ক্রীড়া প্রতিবেদক : গত আসরের রানারআপ বরিশাল বুলস। এবারের শুরুটা ভালো হয়নি বরিশালের। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৮ উইকেটের হারে বুলস এবার যাত্রা শুরু করেছে।

মিরপুরে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪৪ রানে ৩ উইকেট হারায় বরিশাল। চতুর্থ উইকেটে পাল্টে যায় দৃশ্যপট। ৮২ রানের জুটি গড়েন শাহরিয়ার নাফীস ও মুশফিকুর রহিম। দু’জনই ছিলেন অসাধারণ। দু’জনই তুলে নেন হাফসেঞ্চুরি। শাহরিয়ার নাফীস ৩৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৫ রান করে সাজঘরে ফিরলেও মুশফিকুর রহিম ৫০ করে অপরাজিত থাকেন। কিন্তু বোলাররা প্রতিরোধ গড়তে না পারায় বড় ব্যবধানে হারতে হয় বরিশালকে।

তবে দলের সিনিয়র ক্রিকেটার শাহরিয়ার নাফিসের মতে বরিশাল বুলস দ্রুতই ফিরে আসবে। সংবাদ সম্মেলনে নাফিস বলেন,‘যদি আরেকটু ভালো বোলিং করতাম, এত একপেশে ম্যাচ হতো না। আজকে হয়তো ততটা ভালো করতে পারিনি। তবে আমি মনে করি, এই টুর্নামেন্টের অন্যতম সেরা বোলিং সাইড আমাদের। আশা করি, এখান থেকে আমরা দ্রুত ফিরতে পারব।’

২০-৩০ রানের আক্ষেপে পুড়ছেন নাফিস। তার ভাষ্য, ‘আরও ২০-৩০ রান হলে ভালো হত। আমি বিশ্বাস করি ১৪৭ রান অত কম স্কোর না। তবে টি-টোয়েন্টিতে ১৫৫-১৭০ এর ভেতর রান করতে পারলে আপনার জেতার সম্ভাবনাই বেশি থাকে।’

নিজের ব্যাটিং নিয়ে নাফিস বলেন,‘আমি চেষ্টা করেছি পরিস্থিতি অনুযায়ী খেলার। মুশফিক অনেক সহায়তা করেছে। অন্য প্রান্তে মুশফিকের মতো ব্যাটসম্যান থাকলে ব্যাটিং করাটা সহায়ক হয়ে যায়। তবে আমার মনে হয়, আমার শেষ পর্যন্ত থাকা দরকার ছিল। শেষ পর্যন্ত সেট ব্যাটসম্যান থাকলে যেকোনো উইকেটে দলের জন্য ভালো হয়। চেষ্টা করবো এমন পরিস্থিতি এলে শেষ করে আসার।’