
নিজস্ব প্রতিবেদক : পরিবহন ধর্মঘটের সুযোগে বিএনপি-জামায়াতের লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ।
বুধবার রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী এ কথা বলেন।
তিনি বলেন ‘পরিবহন ধর্মঘটের সুযোগে বিএনপি-জামায়াতের লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করছে। প্রশাসনকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে।’
ইউনুস আলী আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান।
তিনি বলেন, ‘বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারি সাধারণ নির্বাচনের পর অবরোধের নামে সন্ত্রাসীদের পেট্রোল বোমায় নিরীহ ১৩৭ জন পরিবহন যাত্রী এবং বাসে, ট্রেনে ও পরিবহনে ঘুমিয়ে থাকা ৫৬ জন চালককে পুড়িয়ে হত্যা করা হয়। বিএনপি-জামায়াত সরকারকে চাপে রাখতে ধর্মঘটের নামে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। এদের কঠোর হস্তে দমন করতে প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।’
ইউনুস আলী ২০১১ সালে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ এ যাবৎ যারা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন তাদের স্মৃতির প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, ‘তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর ফলে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা হয়। গত ২২শে ফেব্রুয়ারি ২০১৭ মামলায় মানিকগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক মো. জমির উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। উক্ত রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সুযোগ থাকলেও আপিল না করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বাংলাদেশব্যাপী হঠাৎ করে পরিবহন ধর্মঘট ডেকে জনজীবনে দুর্ভোগ, দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি ও সরকারবিরোধী ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত হয়েছে। এদের অধিকাংশ বিএনপি-জামায়াতের লোক।’
ইউনুস আলী বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম বক্স দুদু। তিনি জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসভাপতি ও খুলনা মহানগরের সাধারণ সম্পাদক। তিনি খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের আংশিক দক্ষিণ বঙ্গ আঞ্চলিক ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে থেকে কামারখালী টোলঘরের সামনে ও দৌলদিয়া, আরিচা, পাটুরিয়া, মাওয়া ও কাওড়াকান্দি ফেরিঘাটে সিরিয়ালের নামে ট্রাক প্রতি ১ থেকে ২ হাজার টাকা করে অবৈধভাবে দৈনিক লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। আব্দুর রহিম বক্স দুদু বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ট্রাক বিভাগের দায়িত্বপ্রাপ্ত চাঁদাবাজদের গডফাদার। তিনি বর্তমানে একাধিক পরিবহনের মালিক।’
তিনি বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ও বিএনপি নেতা মো. সাদেকুর রহমান হিরু মহাখালী বাস টার্মিনাল কমিটির সাধারণ সম্পাদক। তিনি বিএনপি নেতা মির্জা আব্বাসের সহচর। তার নেতৃত্বে মহাখালী বাস টামিনালে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। এ ছাড়া, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ঢাকা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বিএনপি নেতা আব্বাস উদ্দিন গাবতলী বাস টার্মিনাল থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের মাধ্যমে বর্তমানে একাধিক বাড়ি ও গাড়ির মালিক।’ এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ইউনুস আলী বলেন, ‘গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি বাংলাদেশ সড়ক শ্রমিক পরিবহন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান সড়ক পরিবহনের চাঁদাবাজির মাধ্যমে একাধিক বাস-ট্রাকের মালিক। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাসদ নেতা ওসমান আলী অবৈধভাবে চাঁদাবাজির মাধ্যমে নামে-বেনামে অসংখ্য গাড়ি-বাড়ির মালিক হয়েছেন। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং-৪৯৪ এর সাধারণ সম্পাদক মো. করম আলী দোহার থানা বিএনপির সহসভাপতি সায়েদাবাদ বাস টার্মিনালে অবৈধভাবে চাঁদাবাজির মাধ্যমে কোটিপতি হয়েছেন।’ এদের গ্রেপ্তারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. আজাহার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হানিফ খোকন, সাংগঠনিক সম্পাদক আর এ জামান, প্রচার সম্পাদক মো. মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।