নিজস্ব প্রতিবেদক : পরিবহন শ্রমিকদের ধর্মঘটের সঙ্গে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার দুপুরে তেজগাঁও আদর্শ হাইস্কুলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘নৌ-পরিবহন শ্রমিক নেতা হওয়ার কারণে শাজাহান খানের বাসায় বৈঠক হতেই পারে। তবে ধর্মঘট ডাক দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ধর্মঘটের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতাও নেই। বরং তার নির্দেশেই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’
অপর এক প্রশ্নে তিনি বলেন, ‘শ্রমিকরা আদালতের আদেশে ধর্মঘট নাও করতে পারত। তারা উচ্চ আদালতে যেতে পারত। সেক্ষেত্রে আদালত থেকে সমাধানও আসতে পারত।’