ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে নৌযান শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ২১ দফা দাবিতে সোমবার থেকে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

রোববার রাতে প্রশাসনের সঙ্গে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।

সরকার ঘোষিত নূন্যতম মজুরি, গেজেট অনুযায়ী বকেয়া প্রদান, শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বই প্রদান, বাংলাদেশ ও ভারতের কারাগারে আটক ১৬ নৌযান শ্রমিকের মুক্তিসহ ২১ দফা দাবিতে রোববার এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

নৌযান শ্রমিক ফেডারেশনের চট্টগ্রামের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার চৌধুরী জানান, রোববার রাতে প্রশাসনের সঙ্গে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।