আন্তর্জাতিক ডেস্ক : ধর্মের নামে ভারতে ভোট চাওয়া যাবে না। ভারতের সুপ্রিম কোর্ট সোমবার এ রায় দিয়েছেন।
সুপ্রিম কোর্ট বলেছেন, ধর্ম, বর্ণ, জাতি, সম্প্রদায় অথবা ভাষার ভিত্তিতে কারো কাছে ভোট চাওয়া যাবে না।
কিছু দিনের মধ্যে ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। এই রাজ্যের নির্বাচনে ধর্ম, জাতি, ভাষাই শেষ পর্যন্ত জয়-পরাজয়ের নিয়ামক হিসেবে ভূমিকা রাখে।
ভারতের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ সোমবার বলেন, ধর্মনিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধানের মৌলিক বিধান রক্ষ করতে হবে।
আদালত বলেন, মানুষ ও ঈশ্বরের মধ্যে সম্পর্ক ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে। এ ধরনের কাজের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক রক্ষা করা নিষিদ্ধ।
আদালত আরো বলেন, নির্বাচিত প্রতিনিধিদের কাজ হবে ধর্মনিরপেক্ষ। নির্বাচন প্রক্রিয়ায় ধর্মের কোনো ভূমিকা নেই, রবং নির্বাচন প্রক্রিয়া ধর্মনিরপেক্ষ বিষয়।
আদালতের এই রায় উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে বড় ধরনের ভূমিকা রাখবে। এ রাজ্যের নির্বাচনে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ও সম্প্রদায়ভিত্তিক উন্নয়ন বড় ইস্যু।
পাঞ্জাবের বিধানসভা নির্বাচনেও ধর্ম ও ধর্মদ্রোহিতা বড়– ইস্যু।
উল্লেখ্য, ভারতের প্রধান বিচারপতি টি এস ঠাকুর আগামীকাল মঙ্গবলবার অবসর নেবেন।
তথ্যসূত্র : দি হিন্দুস্তান টাইমস অনলাইন।