বগুড়া প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ধর্মের নামে মানুষ হত্যাকারীরা পার পাবে না।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ায় জেএমবির দুই জঙ্গির আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদের নামে দেশের সম্মানহানীকারীদের রক্ষা নেই। তবে সরকারের আহ্বানে সাড়া দিয়ে স্বাভাবিক জীবনে ফিরেে আসলে তাদের সহযোগিতা করা হবে।’
অনুষ্ঠানে আত্মসমর্পণকারী দুই জেএমবির পুনর্বাসনে ৫ লাখ টাকা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘বাংলাদেশে কোনো আইএস নেই। আইএসের নামে যারা জঙ্গি কমর্কাণ্ড করছে তাদের সময় শেষ হয়ে এসেছে।’
এর আগে দুপুর ১২টার দিকে বগুড়ার শহীদ টিটু মিলনাতয়নে গুলশান হামলায় নিহত জঙ্গি খায়রুল ওরফে পায়েলের সহযোগী আবদুল হাকিম ও তার বন্ধু মাহমুদুল হাসান বিজয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন। এরা নব্য জেএমবির সদস্য।