ধর্ম প্রতিমন্ত্রীকে গোপালগঞ্জে দাফন করা হবে

নিজস্ব প্রতিবেদকঃ ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ গোপালগঞ্জে নিয়ে আসা হচ্ছে।

রোববার (১৪ জুন) বাদ আছর তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

এর আগে বাড়ির মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

ইতোমধ্যে পারিবারিক কবরস্থানে কবর খোড়ার কাজ শুরু করা হয়েছে। দীর্ঘদিন শহরের কলেজ রোডের যে বাসায় থেকে তিনি রাজনীতি করেছেন সেই বাসাও তাকে নেওয়া হবে না। সরাসরি ঢাকা থেকে মরদেহ গ্রামের বাড়ি কেকানিয়া গ্রামে নিয়ে যাওয়া হবে এবং সেখানে সমাহিত করা হবে।

এদিকে ধর্ম প্রতিমন্ত্রী ও গোপালগঞ্জের সবার প্রিয় আব্দুল্লাহ ভাইয়ের মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মীসহ সর্বস্তরের লোকজন শোক প্রকাশ করেছেন তার এই মৃত্যুতে।

উল্লেখ্য, গতকাল শনিবার রাত পৌনে ১২টায় তিনি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।