ধর্ষণের অভিযোগে ধর্ষণকারীসহ চারজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে সাভার বাজার বাসস্ট্যান্ড ও হেমায়েতপুর পদ্মার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকেরা হলেন- রাকিব, রাজু আহমেদ, ফয়সাল ও মুন্না। এরা চারজনই পরস্পরের বন্ধু।

পুলিশ জানিয়েছে, মুঠোফোনে পরিচয়ের সুত্র ধরে রাকিব নামে এক যুবকের সঙ্গে মঙ্গলবার রাতে হেমায়েতপুর এলাকায় বেড়াতে যান ভুক্তভোগী পোশাক শ্রমিক। এরপর রাকিব কৌশলে ওই পোশাক শ্রমিককে হেমায়েতপুর এলাকার জনতা হাউজিংয়ের ভেতরের একটি বাড়িতে নিয়ে যান। সেখানেরাকিবের পরিচিতি অপর তিন যুবকের সহায়তায় মেয়েটিকে ধর্ষণ করেন রাকিব। এক পর্যায়ে অন্যরাও মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে গিয়ে মেয়েটিকে রক্ষা করেন। এ ঘটনায় পরের দিন সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন নির্যাতিতা পোশাক শ্রমিক। এরা চারজনই পরস্পরের বন্ধু। তবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক সামসুল আলম সুমন বলেছেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধর্ষকসহ তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।