
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি এলাকায় মাহফুজা সুলতানা পলি (৪০) নামে এক গৃহবধু গ্যাসের আগুনে দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডির ৪ নম্বর রোডের ২৭ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সকাল ৮টার দিকে পলিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
পলির স্বামী মোশাররফ হোসেন জানান, রাতে কম গ্যাস থাকায় ভুলবশত চুলার সুইচ বন্ধ করা হয়নি। পরে লাইনে গ্যাস এলে ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। সকালে চা বানাতে রান্না ঘরে যান পলি। সেখানে চুলায় আগুন দিতে গেলে ঘরের ভেতর ছড়িয়ে পড়া গ্যাস থেকে বিস্ফোরণ হয়। এ সময় পলির গায়ে আগুন লেগে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল ৮টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, আগুনে পলির শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।