ঢামেক প্রতিনিধি : রাজধানীর ধানমন্ডি এলাকায় গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। একজন আহত হয়েছেন এবং একজনকে আটক করা হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টার দিকে পল্টন মোড়ে ছিনতাইকারীদের গাড়িকে ধাওয়া করে পুলিশ। ধানমন্ডির ৩ নম্বর সড়কের মাথায় তাদের গাড়িটি আটক করা হয়। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে একজন গুরুতর আহত হন। পুলিশের গুলিতে আহত হন আরেকজন। অপর একজনকে আটক করা হয়। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল ৭টার দিকে একজনের মৃত্যু হয়। লাশ ঢামেক মর্গে রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আহত ছিনতাইকারী পুলিশের নজরে রয়েছে।
এসআই মমিনুল হক জানান, ছিনতাইকারীদের প্রাইভেট কারে চারটি মোবাইল ফোন, কয়েকটি ব্যাগ, ছুরি ও চাপাতি পাওয়া গেছে।