
১৫ আগষ্ট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ধানমণ্ডি ৩২ ও আশপাশের এলাকায়। পুলিশ জানায়, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বর থেকে উৎসুক জনতা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমর্থক হিসেবে সন্দেহভাজন ৩ জনকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করে। এসময় আটককৃতদের মারধর করতেও দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন এ তথ্য জানিয়েছেন রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। তিনি বলেন, যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিকেল থেকেই ৩২ নম্বর এলাকার প্রবেশপথগুলোতে ব্যারিকেড বসিয়ে যানবাহন ও পথচারীর চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। একই সঙ্গে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য