
অবশেষে তামিল তারকা ধানুশের ৪৪তম সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘তিরুচিত্রাম্বলম’। এর আগে খবর বেরিয়েছিল, এ সিনেমায় দুই নায়িকার সঙ্গে রোমান্স করবেন ধানুশ। তবে নতুন খবর, এ সিনেমায় ধানুশের নায়িকা তিন জন।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, গেল ৫ আগস্ট নতুন এ সিনেমা শুটিং ফ্লোরে গিয়েছে। পূজায় উপস্থিত ছিলেন ধানুশ, নিথিয়া মেনন, ভারতীরাজ ও প্রকাশ রাজ।
ধানুশের হাতে এখন বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এর আগে খবর বেরিয়েছিল, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা পরিচালক মিথরান জওহরের সঙ্গে নিজের ৪৪তম তামিল সিনেমায় অভিনয় করবেন। সেই গুঞ্জন সত্য হলো।
সিনেমাটি হবে বাণিজ্যিক ঘরানার এবং প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হতে পারে। সিনেমায় তিন নায়িকার সঙ্গে রোমান্স করবেন ধানুশ। তাঁরা হলেন—রাশি খান্না, প্রিয়া ভবানি শংকর ও নিথিয়া মেনন।