ধানের শীষের গণজোয়ার দেখে আমার প্রতিপক্ষ মেয়র প্রার্থী ভয় পেয়ে অস্বস্তিরতে আছেনঃ তাবিথ আউয়াল

এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা সিটি নির্বাচনে ধানের শীষের পক্ষে জনগণের গণজোয়ার দেখে আমার প্রতিপক্ষ মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ভয় পেয়ে অস্বস্তিরতে আছেন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তাবিথ আউয়াল বলেন, নির্বাচনের আগে আমার প্রতিপক্ষ মেয়র প্রার্থী ভোটার ও সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আতিকুল ইসলাম। তিনি মানসিক অস্বস্তি থেকেই এসব করছেন। মানসিকভাবে উনি (আতিকুল ইসলাম) অস্বস্তিতে আছেন।

আজ বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্প এলাকায় নির্বাচনী গনসংযোগ শুরু করার পূর্বক্ষনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, দেশের জনগন, ভোটারসহ সকলে একটা গ্রহনযোগ্য ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চায়। তাই আওয়ামী লীগের কয়েকজন ব্যক্তির জন্য ইলেকশনকে বানচাল করতে আমরা কেউ দেব না।

তাবিথ আউয়াল আরও বলেন, আমি ইতিবাচক মনোভাব রাখছি শান্তিপূর্ণ একটা পরিবেশ বজায় রাখার জন্য। আশা করছি ৪৮ ঘন্টার মধ্যে আমাদের অভিযোগ প্রমাণ করে ম্যাজিস্ট্রেট রিপোর্ট দেবে। তারপর আমরা এবিষয়ে মন্তব্য করবো। নির্বাচনী গনসংযোকালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ইসি কি ব্যবস্থা নিচ্ছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, নির্বাচন কমিশন সিম্পল একটা ইনভেস্টিগেশন চালু করেছে। ৪৮ ঘন্টা পর্যন্ত আমি অপেক্ষা করছি ওনারা তদন্তে কি পায় সেটি দেখতে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে আমার প্রতিপক্ষ মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ভয় পেয়ে গেছেন। মানসিকভাবে উনি অস্বস্তিতে আছেন।

আজ বুধবার সকালে রাজধানীর দক্ষিণখানের কাওলা ও আশকোনা এলাকায় নির্বাচনি প্রচারণার ১২তম দিনে তাবিথ আউয়ালের জনসংযোগকালে তার সাথে ছিলেন, আ স ম আব্দুর রব, বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক শ্যামা ওবায়েদ, যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নীরব, যুবদল উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেন, সাধারণ সম্পাদক স‌ফিকুল ইসলাম মিল্টনসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গি সংগঠ‌নের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।